Saturday, November 10, 2018

#Which_your_k_the_chans_hanyi ## যাদের_এখনও_কোথাও_চান্স_হয়নি

#Which_your_k_the_chans_hanyi
Everyone is getting a chance at various public universities, why can not I get a chance? My prepression is so bad? No, nothing will happen to me. - The thoughts of this type of thoughts on their head,
Is not it possible to sign in the life if you do not get top level? Certainly possible
If you are studying in Haji Danesh, then you can build a better career than a student studying in BUET, DU, Sast Computer Science, if your skills are better than them. Everything will depend on you
So there is nothing to be disappointed. Believe in yourself. BUET, Medical, N.
All of the bible is not Those who did not receive money in these, they did not get any benefit. God does not fulfill all hopes. Must accept the solid reality.
Those who have not yet received any public university will tell them the main reason for not getting your chance is frustration. Frustration is like 'ghun insect'. Those who hold up their existence gradually end. For many, it is seen that the family and the surrounding people do not support him if the top-level scholarship is not available. As a result, selfishness itself has swallowed him.
But you are human. You are the best creature of creation. Why are you disappointed with despair? Do not know the story of Robert Brus? After a few defeats in a row, he wrestled with a nagging knot and won the battle for the next time in heroic battles.
Why can not you do Robert Bridge? You can also Yeah, again I'm saying you can. The Creator has given you the power to overcome all adversity. It is only a matter of time to prove that.
There are still remaining tests of science, technology and agricultural universities including the Sust, Buttex, Rabi, Chabi. Now you have to get a chance. BUET, Medical, DU, JU, JB exams are over. Students who are relatively comparatively better have got a chance in these universities (some results have not yet been published) and they will not be examined anymore. So the field is empty now. You must be the first in the field. Be the first to test the test.
Stand still Blaze the hopes of blowing up the chase and burn the fire in itself. You will see no one can fire this fire.
Confirm yourself and forget about who does not support it. And just say the same sentence in mind - "I can do it"
Victory is yours
If you want to lose this momentary momentum, you will end up with a very good future of Serena Williams - "A champion is defined not by their wins but by how they can recover when they fall."
Best wishes for everyone.



Translate to Bangla


সবাই বিভিন্ন পাবলিক ভার্সিটিতে চান্স পাচ্ছে, আমি কেন চান্স পাচ্ছি না? আমার প্রিপারেশন এতই খারাপ? নাহ্, আমাকে দিয়ে কিচ্ছুই হবে না।- এই টাইপের চিন্তা যাদের মাথায় তাদের জন্য কিছু কথা-
টপ লেভেলের ভার্সিটিগুলোতে না পড়লে কি জীবনে সাইন করা সম্ভব নয়? অবশ্যই সম্ভব।
তুমি হাজী দানেশে কম্পিউটার সাইন্সে পড়েও বুয়েট,ঢাবি,সাস্টের কম্পিউটার সাইন্স পড়ুয়া স্টুডেন্টের চাইতেও ভালো ক্যারিয়ার গড়তে পারবে যদি তোমার দক্ষতা তাদের থেকে ভালো হয়। সবকিছু নির্ভর করবে তোমার উপর।
সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই। নিজের উপর বিশ্বাস রাখো। বুয়েট,মেডিকেল,ঢ
াবিই সব না। যারা এইগুলোতে চান্স পাওনি তাদের মন খারাপ করে লাভ নেই। সৃষ্টিকর্তা সবার সব আশা পূরণ করে না। কঠিন বাস্তবতা মেনে নিতে হবে।
যারা এখনও কোন পাবলিক ভার্সিটিতেই চান্স পাওনি তাদের বলবো তোমার চান্স না পাওয়ার মূল কারণ হতাশা। হতাশা 'ঘুন পোকা'র মত। যাকে ধরে তার অস্তিত্ত্ব ধীরে ধীরে শেষ করে ফেলে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে, টপ লেভেলের ভার্সিটিগুলোতে চান্স না পেলে ফ্যামিলি এবং আশেপাশের লোকজন তাকে আর সাপোর্ট দেয় না। ফলে আপনাআপনিই হতাশা তাকে গ্রাস করে ফেলে।
কিন্তু তুমি তো মানুষ। তুমি সৃষ্টির সেরা জীব। তুমি কেন হতাশার কাছে হার মানবে। রবার্ট ব্রুশের ঘটনা জানো না? পরপর কয়েকবার যুদ্ধে হেরে গিয়ে একটি মাকরসার জাল বুনা দেখে উদ্দীপ্ত হয়ে পরের বার বীর-বিক্রমে যুদ্ধ করে জয়ী হয়েছিল।
রবার্ট ব্রুশ পারলে তুমি পারবে না কেন? তুমিও পারবে। হ্যাঁ, আবারো বলছি তুমিই পারবে। সৃষ্টিকর্তা তোমার মাঝেও সকল প্রতিকূলতাকে জয় করার ক্ষমতা দিয়েছে। সেটা প্রমাণ করা এখন সময়ের ব্যাপার মাত্র।
এখনও সাস্ট,বুটেক্স,রাবি,চবি সহ বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা বাকি আছে। এবার তোমাকে চান্স পেতেই হবে। ‌বুয়েট,মেডিকেল,ঢাবি,জাবি,জবির পরীক্ষা শেষ। যেসব স্টুডেন্টরা তুলনামূলক এগিয়ে তারা এসব ভার্সিটিতে চান্স পেয়ে গেছে(কিছু ফলাফল এখনও প্রকাশ হয় নি) এখন আর তারা পরীক্ষা দেবে না। তাই মাঠ এখন ফাঁকা। ফাঁকা মাঠে তোমাকেই প্রথম হতে হবে। প্রথম হওয়ার নিয়তেই পরীক্ষা দেবে।
এখনই ঘুড়ে দাঁড়াও। হতাশা ছাইকে ফুঁ দিয়ে উড়িয়ে দিয়ে জয় ছিনিয়ে আনার আগুন জ্বালাও নিজের মধ্যে। দেখবে এই আগুনকে কেউ নিভাতে পারবে না।
কে সাপোর্ট করল আর কে সাপোর্ট করল না তা ভুলে গিয়ে নিজের উপর আত্মবিশ্বাস রাখো। আর মনে মনে একটাই বাক্য উচ্চারণ করো-"I can do it"
বিজয় তোমার সুনিশ্চিত।
ক্ষণিকের এই অমানিশা কেটে গেলেই দেখবে তোমার সুন্দর ভবিষ্যৎ Serena Williams এর একটি কথা দিয়ে শেষ করবো - "A champion is defined not by their wins but by how they can recover when they fall."
সবার জন্য শুভকামনা রইল।

No comments:

Post a Comment