কোনো কাল্পনিক ট্রেন যদি এক সেকেন্ডে পৃথিবীকে ৭ বার প্রদক্ষিণ করতে পারে তবে সেটি আলোর বেগের কাছাকাছি বেগ লাভ করবে... ধারণা করা হয়েছে যে উক্ত ট্রেনে যদি কোনো যাত্রী উঠে এবং ঐ বেগে যদি তারা টানা ৭ দিন ভ্রমণ করে তবে ৭ দিন পর ট্রেন থেকে বেরিয়ে দেখবে তারা পৃথিবীর ৫০ বছর অতিক্রম করে ফেলেছে।
এখন আমার প্রশ্ন হলো
১. ঐ ৭ দিন কেমন ৭ দিন ছিলো? এটা কি ট্রেনের যাত্রীদের হিসেবে ৭ দিন ছিলো যা আদতে পৃথিবীর হিসেবে সত্যি সত্যি ৫০ বছরের সমান?
২. ট্রেনের যাত্রীরা বয়স্ক হলোনা কেনো? অর্থাৎ ৫০ বছর অতিক্রম করার পরও তারা বৃদ্ধ হবেননা কেনো?
২. টাইম টা কি? আমাদের জীবন কি চলে গেছে কোনো এক সময়ে? কিংবা সামনের ৫০ বছর ও কি অতিক্রান্ত হয়ে গেছে অলরেডি?
তুমি এর উত্তর খুজে পাচ্ছো? একটু চেষ্টা করো।
No comments:
Post a Comment