Thursday, March 19, 2020

কীটনাশক পান করে কিশোরীর মৃত্যু


বগুড়ার আদমদীঘির বিহিগ্রামে কীটনাশক পানে সাদিয়া পারভিন (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সাদিয়া ওষুধ ভেবে ভুল করে জমিতে দেয়া কীটনাশক পান করে বলে স্বজনরা জানান। এ ঘটনায় আদমদীঘি থানায় ইউডি মামলা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সাদিয়া পারভিন উপজেলার চাঁপাপুর ইউপির বিহিগ্রামের আইয়ুব হোসেনের মেয়ে। গত ১৫ মার্চ সন্ধ্যা ৭টার দিকে সাদিয়া ভুল করে বাড়ীতে থাকা কীটনাশক পান করে। এরপর তাকে প্রথমে আদমদীঘি ও পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার মাধ্যমে কিছুটা সুস্থ হলে সোমবার দুপুরে চিকিৎসক ছাড়পত্র দেন। বাড়িতে আনার পর মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে সাদিয়া মারা যায়।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, কিশোরী মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।


তথ্যসূত্র:kalerkantho.com

No comments:

Post a Comment