Tuesday, March 10, 2020

অতিরিক্ত দামে মাস্ক বিক্রি, নোয়াখালীতে দুই ফার্মেসীর অর্থদণ্ড



নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় দুই সার্জিক্যাল ফার্মেসীকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চৌমুহনী সমবায় মার্কেটের ইসলামিয়া সার্জিক্যালের সত্ত্বাধিকারী তিন ক্যাটাগরির ফেস মাস্ক বিক্রয় করে আসছিলেন, চায়না মাস্ক ১২০ টাকা যার পূর্বের মূল্য ৪০ টাকা, এয়ার ফিল্টারিং মাস্ক ১৩০ টাকা যার পূর্বের মূল্য ৪০ টাকা এবং কাপড়ের নরমাল মাস্ক ৬০ টাকা করে বিক্রয় করছিল যার পূর্বের মূল্য ১০ টাকা ছিলো। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও ড্রাগ আইন ১৯৪০ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা এবং একই অভিযোগে ফেয়ার সার্জিক্যাল ফার্মেসিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
এ সময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন সহকারি পরিচালক মাসুদুজ্জামান খান, ওষুধ প্রশাসন অধিদপ্তর নোয়াখালী ও সহকারি পরিচালক কাওছার আহমেদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী এবং বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।


তথ্যসূত্র: somoinews.tv

No comments:

Post a Comment