Friday, February 7, 2020

মহাকাশে ১১ মাস কাটিয়ে পৃথিবীতে ফিরলেন এই নারী নভোচারী



প্রায় ১১ মাস মহাকাশে কাটিয়ে বৃহস্পতিবার পৃথিবীতে ফিরলেন মা'র্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশচারী ক্রিস্টিনা কোচ। সবচেয়ে বেশি সময় ধরে মহাকাশে থেকে প্রথম নারী মহাকাশচারী হিসেবে রেকর্ড করেছেন তিনি। বৃহস্পতিবার নিরাপদেই পৃথিবীর বুকে পা রেখেছেন ক্রিস্টিনা।

আন্তর্জাতিক স্পেস স্টেশনে ৩২৮ দিন ছিলেন তিনি। তার সঙ্গেই পৃথিবীতে ফিরেছেন ইউরোপিয়ান স্পেস এজেন্সির নুকা পারমিটানো এবং রাশিয়ান স্পেস এজেন্সির আলেকজান্ডার সোভোস্তভ। কাজাখস্তানের ল্যান্ডিং সাইটে স্পেস শাটলের মধ্যে হাসিমুখে বসে থাকতে দেখা গেছে ক্রিস্টিনাকে। গত বছরের ১৪ মা'র্চ পৃথিবী ছেড়েছিলেন তিনি।

এদিকে, এই দীর্ঘ সফরের পর ক্রিস্টিনাকে অ'ভিন্দন জানিয়ে টুইট করেছেন মা'র্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে নিয়ে পুরো আমেরিকা গর্বিত বলে উল্লেখ করেছেন ট্রাম্প। স্থানীয় বাসিন্দারা ঘোড়ার পিঠে করে তিন মহাকাশচারীর পৃথিবীতে ফেরা দেখতে আসেন।

এর আগে নাসার মহাকাশচারী পেগি হুইটসন ২০১৬-১৭ সালে নারী নভোচারী হিসেবে সর্বোচ্চ ২৮৯ দিন মহাকাশে কাটিয়ে আসেন। সেই রেকর্ড ভাঙলেন ৪১ বছরের ক্রিস্টিনা।


তথ্যসূত্র: independentnewsbd.com

No comments:

Post a Comment