Wednesday, February 5, 2020

করোনা ভাইরাস থেকে বাঁচতে মসজিদে সালাত আদায় করলেন চায়নিজ প্রধানমন্ত্রী



চায়নিজ প্রধানমন্ত্রী করোনা ভাইরাস থেকে বাঁচতে মসজিদে সালাত আদায় করলেন। AP এর লোগো সম্বলিত একটা ভিডিও ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখানে তার বক্তব্য হিসেবে কোট করা হয়েছে, “আমরা ভাষান্তরিত কুরআন থেকে আমাদের উপলব্ধি, করোনা ভাইরাস থেকে বাঁচতে একমাত্র উপায় আল্লাহর কাছে সিজদায় পড়া এবং মসজিদে গিয়ে নামাজ পরে প্রার্থনা করা।”

এই ভিডিওর সত্যতা যাচাই করতে অরবিট টাইমস ইউটিউব ও গুগুলের সহযোগিতায় দেখে, এটা ২০১৫ সালের একটা পুরাতন ভিডিও। ২০১৫ সালের মালয়েশিয়ার তৎকালিন প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমেদ বাদায়ি বেইজিং এ ৫ দিনের সফরে এসেছিলেন তখন শুক্রবার জুম্মার সালাতে অংশ গ্রহণ করেছিলেন চাইনিজ প্রধানমন্ত্রী

No comments:

Post a Comment