Sunday, June 16, 2019

পরীক্ষার আবিষ্কারক

পরীক্ষা শব্দটা এমন, যেটা শুনলে বর্তমান অথবা অতীত সকল প্রজন্মই আঁতকে ওঠে। ওঠাটাই স্বাভাবিক, কারণ আমাদের আরামপ্রিয় মস্তিষ্ক এত চাপ নিতে চায় না। পরীক্ষার পড়ার জন্য রাতগুলো যখন নির্ঘুম কাটে তখন নিশ্চয় একবার হলেও মাথায় আসে কে আবিষ্কার করেছিল এই পরীক্ষা? হেনরি এ ফিশেল। জি, তিনিই পরীক্ষার আবিষ্কারক। ১৯১৩ সালে জার্মানির বন নামক স্থানে ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন হেনরি। হেনরি বাবা অ্যাডলফ ফিশেল এবং মা নি সুসেনগাট। জন্মস্থানেই সেকেন্ডারি স্কুল শেষ করে তিনি ইউনিভার্সিটি অব বার্লিন থেকে ফিলোসফি নিয়ে পড়াশোনা করেন। সাথে সাথে তিনি জুডাইকা শেখেন বার্লিনের একটি লিবারেল রাব্বিনিকাল সেমিনারে। এরপর তাকে রাব্বি উপাধি দেওয়া হয় ১৯৩৯ সালে। রাব্বি শব্দটি মূলত এসেছে হিব্রু ভাষা থেকে, যার অর্থ শিক্ষক। আর রাব্বি বলতে বোঝানো হয় তাদের, যারা তোরাহবা ইহুদিদের ধর্মীয় শিক্ষা দিয়ে থাকেন। ১৯৪১ সালে তিনি কানাডায় যান এবং সেখানে তিনি শরণার্থী ক্যাম্পে জার্মানি থেকে আগত শরণার্থীদের জন্য রাব্বি হিসেবে কাজ করেন। তাদেরকে ধর্মীয় শিক্ষা দেন। এই শিক্ষার কাজে তিনি কানাডা, আমেরিকা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। এজন্য তিনি শিক্ষকতার পদেও যোগ দেন বেইনডেস ইউনিভার্সিটি এবং ইন্ডিয়ানা ইউনিভার্সিটিতে। বেশ অনেক মাস নািস ক্যাম্পে থাকার পর তিনি মুক্ত হয়ে পুনরায় পড়াশোনা শুরু করেন। ইউনিভার্সিটি অব এডিনবার্গে তিনি পড়াশোনা করেন এবং ১৯৪৫ সালে তিনি সম্মানের সাথে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৬১ সালে তিনি ইন্ডিয়ানা ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে যোগদান করেন। হেনরি ইহুদি সাহিত্য এবং গ্রিক সাহিত্যের মধ্যে সম্পর্কের উপর বেশ অনেকগুলো বই লেখেন। বই এবং শিক্ষকতার পাশাপাশি তিনি গানও গাইতেন। ২০০৮ সালের মার্চের ১৮ তারিখ তিনি মৃত্যুবরণ করেন।

1 comment: