Saturday, December 15, 2018

– জীবন নিয়ে কিছু কথা

মানুষের জীবন বিশাল ক্যানভাস, সেখানে আমরা যাই আঁকি সেই ছবিই ফুটে ওঠে। আমাদের জীবনের বিভিন্ন স্তরে আমাদের জীবন বোধ বিভিন্ন রকম হয়, জীবনকে আমরা আমাদের প্রত্যেক দিনের প্রত্যেকটি মুহূর্ত দিয়ে অনুভব করি। একটি দিনের সকাল থেকে রাত অব্দি আমরা কতরকমের মানুষের সাথে মিশি দেখি জানি চিনতে পারি। জীবনের প্রতিটা মুহূর্ত আমরা কেটে কাজই করি- জীবনের মানে খুঁজি। আর এই খোঁজার মধ্যে দিয়ে আমরা জীবন সম্পর্কে জানতে পারি, নিজেদের সম্পর্কে জানতে পারি। আর যে মানুষ নিজের সম্পর্কে জানে সেই মানুষ হয় সবথেকে সুখী। গৌতম বুদ্ধ যখন বোধি লাভ করেন, তিনি বলেন যে তিনি জীবন সম্পর্কে আলোকপ্রাপ্ত হয়েছেন, যার ফলে সমস্ত মন্দ, রোগ, জরা – ব্যাধির থেকে তিনি মুক্ত। সেই জীবন বোধ আমাদের সাধারণ মানুষের পক্ষে আয়ত্ত করা সম্ভব না হলেও কিছু জিনিস থেকে যায় যেগুলো আমারা এই সাধারণ জীবনে জানতে পারি বা বুঝতে পারি। সেই জানা যতই তুচ্ছ হোক না কেন আমাদের জীবনে তার ছাপ থাকেই। আর আমাদের জীবনে কিছু কুচু সময় যখন প্রায়ান্ধকার হয়ে আসে চারিপাশ তখন এমন কিছু মোটিভেশনের প্রয়োজন হয় যা আমাদের আবার উঠে দাঁড়াতে সাহায্য করবে; অনেক ক্ষেত্রেই তা অনেক মনীষীর বাণী হেকেও হয়।

No comments:

Post a Comment